Home » মেহেরপুরে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৮ স্বর্ণবারসহ আটক ভারতীয়

মেহেরপুরে কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৮ স্বর্ণবারসহ আটক ভারতীয়

কর্তৃক Shariar Imran Mati
নিজস্ব প্রতিবেদক 14 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্য দিয়ে স্বর্ণ চোরাচালানের সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে মেইন পিলার ১০৪ এর সাব পিলার ৫ এর কাছে অবস্থান নেন মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন একজন বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে তাঁকে বিজিবি সদস্যরা দেখে ফেলেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করেন তারা। পরে মাঠের মধ্য থেকে আটক করা হয় নুর হোসেনকে। তাঁর শরীর তল্লাশি করে কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলো খুলে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

হাবিলদার রফিকুল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.