Home » মেহেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত   

মেহেরপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত   

কর্তৃক Shariar Imran Mati
মোঃ কামাল হোসেন খাঁন  9 ভিউ
Print Friendly, PDF & Email
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর), বিকেল ৩ টার দিকে পিরোজপুর বিশ্বাস ঘাট মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়ন কৃষকদল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহ্বায়ক ও সাবেক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ও সদর উপজেলা কৃষক দলের আজিজুল হক।
আহসান হাবিবের মাষ্টারের উপস্থাপনায় এসময় সদর উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মিরাজ উদ্দীন, যুগ্ন আহবায়ক মীর জাহিদ হোসেন, সদর উপজেলা তাঁতি দলের সভাপতি আরজুল্লাহ বানলু মাষ্টার, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিল্পব হোসেন মাস্টারসহ পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.