Home » মেহেরপুরে কচু চাষে লোকসানে কৃষকরা, রপ্তানির দাবি ব্যবসায়ীদের

মেহেরপুরে কচু চাষে লোকসানে কৃষকরা, রপ্তানির দাবি ব্যবসায়ীদের

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 8 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরে কচু চাষে লোকসানে কৃষকরা, রপ্তানির দাবি ব্যবসায়ীদের
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরের মাঠে এ বছর কচু চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা। বাজার দর কম এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে চাষিদের। ব্যবসায়ীরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কোনো তদারকি নেই। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উৎপাদনে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং রপ্তানির সুযোগ তৈরির কাজ চলছে। মেহেরপুরের মেহেরচন্ডি কচু দেশের বিভিন্ন প্রান্তে সুপরিচিত। ভিন্ন স্বাদ ও মানের কারণে এ ফসলটির চাহিদা সবসময়ই বেশি ছিল। তবে এ বছর সার, কীটনাশক ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলনায় বাজারদর অনেক কম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। মুজিবনগরের কৃষক সালাম জানান, “গত কয়েক বছর ধরে কচু চাষে লাভবান হয়েছে, কিন্তু এবছর লোকসান গুনতে হচ্ছে। সার, কীটনাশক ও শ্রমিকের খরচ অনেক বেড়ে গেছে, অথচ বাজারে দাম মিলছে না।” অন্য কৃষক মনিরুলি বলেন, “বৃষ্টির কারণে কয়েকদিন কচু তুলতে পারিনি। এখন জমি থেকে তুলতে গেলেও খরচ উঠছে না। এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে, সবটাই লোকসান।” কৃষকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। স্থানীয় ব্যবসায়ী নাজমুল বলেন, “জমি থেকে কচু কিনে ঢাকা বা চট্টগ্রামে পাঠালেও খরচ উঠে আসে না। সারা দেশে কচুর উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাহিদা কমে গেছে। সরকারি উদ্যোগে রপ্তানি বাড়ানো গেলে কৃষক-ব্যবসায়ী উভয়ই লাভবান হতো।” মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম জানান, কৃষকদের সব ধরনের উৎপাদন ও পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, কচু বিদেশে রপ্তানির কার্যক্রম চালু রয়েছে এবং মেহেরপুরের কচুও সেই প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.