মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে সোহাগ নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ দণ্ড দেন।
সোহাগ বিসিআইসির সাব-ডিলার। তিনি গাংনীর চরগোয়াল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, বিসিআইসির মূল ডিলার থেকে টিএসপি সার নিজ গুদামে না নিয়ে কাজিপুর সাহেবনগর বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন সাদ্দাম। বিষয়টি টের পেয়ে বামন্দী নিশিপুরের লোকজন সারবোঝাই গাড়িটি আটকে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।