প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হয়েছে।
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান,শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে শিক্ষকদেরকে অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য আহ্বান জানানো হযেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসা যাওয়া থেকে বিরত থাকে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন আরো জানান, মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পর মেহেরপুর জেলার ৩০৮ টি প্রাথমিক বিদ্যালয় পুরোদমে ক্লাস শুরু হয়েছে।