প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরেপড়া রোধ এবং বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আজ বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ‘‘আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে- বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়’’।
গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মোছা: কাজল রেখা।
এ ছাড়াও বক্তব্য রাখেন আমদহ ইউনিয়নের ইউপি সদস্য মওলাদ হোসেন সহ আমদহ ইউনিয়নের বি.এন.পির কেন্দ্রীয় সেক্রেটরী মো: সিরাজুল হক। এছাড়া অনুষ্ঠানে এস.এম.সি, পি.টিএ ও ওয়াচ গ্রুপের সদস্য সহ জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।
সভায় সবার জন্য সমতা ভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরেপড়া রোধ সহ ছাত্র-ছাত্রীদের নাগরিকতা ও নৈতিক মূল্যবোধ ও সূশীল সমাজের সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে যাওয়ার বিষয়ে এস.এম.সি, শিক্ষক, পিটিএ, ওয়াচ সদস্যবৃন্দ এবং জনপ্রতিনিধিগণকে একসাথে কাজ করতে পৃথক কর্মসূচী গ্রহণ করে।