ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে জমাকৃত কাগজপত্রে ত্রুটি ও শর্ত পূরণ না করায় মেহেরপুর-১ আসনের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি উভয় আসনের কয়েকজন প্রার্থীকে ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
যাচাই প্রক্রিয়ায় মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদ অরূনের কৃষি ব্যাংকের ঋন, হলফ নামার ১০নং সম্পদের হিসাব ও রির্টার্ন হিসাব গরমিল থাকায় দুপুর ০২ টা পর্যন্ত ত্রুটি সংশোধনের সময় দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের তাজ উদ্দিন খানের বাৎসরিক আয়/মাসিক আয় এক হওয়ায় দুপুর ০১ টা পর্যন্ত ত্রুটি সংশোধনের সময় দেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)-এর মিজানুর রহমানের মামলা ও দলীয় নমুনা স্বাক্ষরের ত্রুটি থাকার জন্য, এবং জাতীয় পার্টির আব্দুল হামিদকে দলীয় প্যাডে প্রত্যয়নপত্রের ত্রুটি সংশোধনের বিকাল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এছাড়া বিএনপির দলীয় মনোনয়ন না থাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মোবু প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে। এনসিপি প্রার্থী সোহেল রানার ক্ষেত্রে ২০ নম্বর ফরম যথাযথভাবে পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
অপরদিকে মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল বারীকেও ত্রুটি সংশোধনের শর্তে বিকেল ৪টা পর্যন্ত সময় প্রদান করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীরা ত্রুটি সংশোধন করলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য মেহেরপুর ১ আসনে ৯জন ও মেহেরপুর ২ আসনে ৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
পূর্ববর্তী পোস্ট

