সূর্যোদয় প্রতিবেদক
আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় ও শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হার পাওয়ার প্রশিক্ষণ পরিদর্শন করেছেন আইসিটি মন্ত্রণালয়ের হার পাওয়ার প্রকল্পের ডি পিডি সুরাইয়া জাহান সুমি।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় ও শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হারপাওয়ার প্রশিক্ষণ পরিদর্শন করেন। ৬ মাসের ঐ প্রশিক্ষণে ২০ জন করে ৪০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
পরিদর্শনকালে ডিপিডি সুরাইয়া জাহান সুমি প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার উপস্থিত ছিলেন।