Home » মুজিবনগরে ভারতীয় মালামালসহ ৪ চােরাকারবারি আটক

মুজিবনগরে ভারতীয় মালামালসহ ৪ চােরাকারবারি আটক

কর্তৃক Shariar Imran Mati
সূর্যোদয় প্রতিনিধি 7 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্য ফেনসিডিল , ইনজেকশন ও মাছসহ চার চোরাকারবারীকে আটক করেছে বিজিবির একটি দল।

আজ বুধবার দুপুরে আটককের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এর আগে বুধবার ভোর ৪টার দিকে মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ৬২৬টি নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশন, ৭৫০ পিচ অ্যাকুরিয়াম মাছ, ৫ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার জহির খাঁ এর ছেলে মানিক হােসেন (২০), মৃত নুর বকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন (৩৩) ও সোনাপুর গ্রামের মাঝেরপাড়ার লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।
দুপুরে আটককৃত মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় সোপর্দ করে বিজিবি। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে মুজিবনগর বিজিবি ৪ জন আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.