মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় বিএনপির শোক কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিরুল ইসলাম | এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোক কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ ও সমবেদনা জানিয়ে নীরবতা পালন করেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোকের প্রতীক হিসেবে উপস্থিত সকলে কালো ব্যাজ পরিধান করেন।
নেতাকর্মীরা জানান, দলের নেত্রীকে হারিয়ে পুরো দলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে শোক পালন করা হয়। স্থানীয়ভাবে এ কর্মসূচিকে ঘিরে গম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পূর্ববর্তী পোস্ট

