Home » মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার

মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামি গ্রেফতার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 4 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে মুজিবনগর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ সেপ্টেম্বর রাত ১২টার পর থেকে শুরু হওয়া এ অভিযান ভোর পর্যন্ত চলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক কৃতরা হলো মুজিবনগরের মোনাখালী গ্রামের আকবর আলী এর ছেলেরকিবুল ইসলাম (৩৪)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

বিদ্যাধরপুর গ্রামের মোল্লাপাড়ার নুর ইসলাম এর ছেলে সুমন হোসেন (২৭)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।

আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার আসান মল্লিক এর ছেলে সেলিম মল্লিক (৩২) তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা চলমান।

গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরো বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।”

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.