Home » মুজিবনগরে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় একদফা দাবিতে মানববন্ধন

মুজিবনগরে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় একদফা দাবিতে মানববন্ধন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 40 ভিউ
Print Friendly, PDF & Email

 

নার্সিং পেশা নিয়ে কটুক্তি প্রতিবাদ জানিয়ে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগসহ নার্সিং অধিদপ্তর ও নার্সিং কাউন্সিলে নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে মেহেরপুরের মুজিবনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকালের দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত সিস্টার সুশীলার নেতৃত্বে মানববন্ধনে রাহেলা সহ মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত নার্স অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় সকলের চেয়ে নার্সদের অবদান সবচেয়ে বেশী। কিন্তু এ নার্সদের সেবাটিকে অনেকে ছোট করে দেখেন। তাদের প্রাপ্ত অধিকারটুকু দিতেও অধিদপ্তরের মহপারিচালক ও পরিচালকদের কষ্ট হয়। এ সকল বৈষম্য দূর করে নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে নার্সিং সংস্কার পরিষদ গত ০৯ সেপ্টেম্বর থেকে শান্তিপূর্নভাবে একদফা দাবি বাস্তবায়নে কর্মসূচী পালন করে আসছে।

এছাড়াও গত ০৮ সেপ্টেম্বর নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের কেনো দ্বিতীয় শ্রেণি করা হলো তা নিয়ে কটুক্তি করেছেন। যা নার্সিং পেশা ও এ পেশায় থাকা প্রতিটি নার্সের মনে আঘাত লেগেছে। তাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। একই সাথে অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগনের মধ্য থেকে যোগ্যদের পদায়ন করতে হবে। দাবী আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.