মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ব্যাংক এর পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ভোল্টের তালা কেটে ভিতরে রাখা সিন্দুক ভেঙ্গে টাকা চুরি করে পালিয়ে যায় চোর চক্র।
এজেন্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফফার প্রতিবেদক কে জানান, বৃহস্পতিবার সকালে ব্যাংক এর পিয়ন হাসিবুল ব্যাংক খুলে চুরির বিষয়টি দেখতে পাই। সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিলে আমি দ্রুত ব্যাংকে আসি এবং দেখি যে ব্যাংকের পিছনের জানালার গ্রিল কাটা,ভোল্ট রুমের তালা কাটা এবং ভোল্টের ভিতরে রাখা সিন্দুক ভাঙ্গা। বুঝতে পারি চোর চক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভোল্ট রুমের তালা কেটে ভিতরে রাখা সিন্দুক ভেঙ্গে বুধবার হিসাব শেষে রেখে যাওয়া ৬ লক্ষ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করি।
এজেন্ট ব্যাংকে চুরির বিষয়ে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান প্রতিবেদককে জানান, চুরির বিষয়ে খবর পেয়ে আমরা এজেন্ট ব্যাংকে গিয়েছিলাম প্রাথমিক তদন্তে আমরা দেখতে পেয়েছি ব্যাংকের পিছনের জানালার গ্রিল কাটা, ব্যাংকের ভোল্টের দরজা কাটা এবং ভোল্টের ভিতরে রাখা সিন্দুকটি ভাঙ্গা। ব্যাংকের ম্যানেজার কে জিজ্ঞেস করে জানতে পারি ভোল্টে ৬ লক্ষ ৩৩ হাজার এর কিছু বেশি টাকা ছিল। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবদুল করিম এবং জেলা গোয়েন্দা শাখার ওসি, গোপাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাংকে চুরির ঘটনা উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে মুজিবনগর থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ এর জন্য।