বাংলাদেশ জাতীয়তাবাদ মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে মেহেরপুর জেলা মহিলা দল। বুধবার বিকালে খান কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ রুপালী ইসলাম, সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন নেসা নয়ন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বিশ্বাস বলেন, বিগত ১৭ বছর আমরা সকলে মিলে কেন্দ্রীয় ডাকা সকল লড়াই সংগ্রামে মাসুদ অরুনের সাথে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে মাসুদ অরুনের সাথে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লয় সংগ্রাম করেছি ঠিক সেভাবে আগামী দিনেও আমরা সেভাবে প্রস্তুত থাকবো। আজ যারা টাকার বিনিময়ে কমিটি নিয়ে এসেছে এই কমিটি আওয়ামীলীগদের পুনর্বাসন করছে।বিভিন্ন অফিসে চাঁদাবাজিও টেন্ডারবাজি করছে। এদের থেকে সাবধান হতে মহিলা নেতৃবৃন্দদের সজাগ থাকার জন্য আহ্বান জানান। এ সময় মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট