গতকাল মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামী বিশ্ববিদ্যালয় আসেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রশিদুজ্জামান এর সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, ইবি প্রেস ক্লাব ও অন্যান্য টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলটি বিকাল ৩:০০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ র সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে থানা স্থাপন প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পৌঁছে দিতে একটি আবেদনপত্র ও বিশিষ্টজনের অভিমত সংবলিত পত্রিকায় প্রকাশিত সংবাদের কপি পৌঁছে দেন। প্রতিনিধি দলটি ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত থানার যৌক্তিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রাসঙ্গিক নানা বক্তব্য উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান লাবু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং কমিউনিকেশনের মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রশিদুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-রেজিস্টার মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি নুরুন্নবী বাবু, ড. মো. শহীদুল ইসলাম, এস এম আসাদুজ্জামান মিল্টন, আনিচুর রহমান, আলমগীর হোসেন, এস আর শিপন, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের ইবি শাখার সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মিঠুন, মো. জাকির হোসেন, এস এম সামাদ মৃধা, নাজমুল হক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ।