Home » ভারতে পালানোর সময় সাবেক কুষ্টিয়ায় এমপির দুই সহযোগী আটক

ভারতে পালানোর সময় সাবেক কুষ্টিয়ায় এমপির দুই সহযোগী আটক

কর্তৃক Shariar Imran Mati
কুষ্টিয়া প্রতিনিধি 54 ভিউ
Print Friendly, PDF & Email

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ও রেজাউল সহ মোট তিনজনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এই তিনজনকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘ উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। তাদের মধ্যে রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটর সাইকেল চুরি, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে মাদক সহ সন্ত্রাসী মামলা রয়েছে। রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.