মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ে দুইজন নবনিযুক্ত সহকারী শিক্ষক যোগদান করেছেন। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করা হয়।
নতুন যোগদানকারী হলেন— মো. সোহেল রানা (ভৌত বিজ্ঞান) ও মো. হাছিবুল ইসলাম ফয়সাল (শারীরিক শিক্ষা)। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকরামুল হক স্বপন, প্রধান শিক্ষক হাসানুজ্জামান (লুডু), সহকারী প্রধান শিক্ষক রেজাউল হকসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতি আকরামুল হক স্বপন বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে নতুন শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। প্রধান শিক্ষক হাসানুজ্জামান আশা প্রকাশ করেন, তাদের যোগদানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।