Home »  বুড়িপোতা ইউনিয়নে ০৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন

 বুড়িপোতা ইউনিয়নে ০৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 44 ভিউ
Print Friendly, PDF & Email

‎মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নে ০৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে চারটার সময় বুড়িপোতা গ্রামের ৩ নং ওয়ার্ড বিএনপি’র অফিস ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ,
‎প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট কামরুল হাসান বলেন এদেশে আমরা যারা বিএনপি করি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার, তাদের চেয়েও ক্ষতিগ্রস্ত পরিবার এত বেশি কেউ না, আমরা সেই সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছি ধানের শীষ পথিক যাকে বরাদ্দ দেবে অর্থাৎ নমিনেশন যাকে দেবে তার হয়ে কাজ করব এর বাইরে কোন সিদ্ধান্ত নেই মেহেরপুর জেলা বিএনপির।

‎আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ধানের শীষের জন্য কাজ করুন। খুব অল্প সময়ের মধ্যেই নমিনেশন সিলেক্টেড হয়ে যাবে সেই প্রেক্ষাপট মাথায় রেখেই আমরা ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ এবার মেহেরপুরের মাটিতে বিপুল ভোটে ধানের শীষ কে বিজয়ী করব।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান ও ৬নং ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বিএনপি নেতা নাহিদ, আয়নাল হক,মাসুদ রানা সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.