Home » বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 85 ভিউ
Print Friendly, PDF & Email

 

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জিল্লুর রহমানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গার্ড অফ অনার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান ইন্তেকাল করেন। পরে বিকালের দিকে মেহেরপুর পুলিশের একটি চৌকসদ দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় বিহগলে করুণ সুর বাজানো হয়। এর আগে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কাশেম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান,,বীর মুক্তিযুদ্ধার সন্তান হাসান হাফিজুর রহমান।সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযাও দাফনাজে অংশগ্রহণ করেন। মরহুম জিল্লুর রহমানের এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.