Home » বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে শিক্ষিকার অনশন

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে শিক্ষিকার অনশন

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 21 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলায় বিয়ের দাবিতে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বাড়িতে অনশন করছেন এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার চেংগাড়া গ্রামে। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার এ সংবাদ লেখা পযন্ত অনশন চলছে।
অনশনরত শিক্ষিকা সালমা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি অভিযোগ করেন, চার বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম সুফল তার সঙ্গে সম্পর্ক রাখলেও পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে তিনি ওই শিক্ষকের বাড়িতে অনশন শুরু করেন।
অভিযুক্ত আমিরুল ইসলাম সুফল চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটকের মাধ্যমে একবার প্রাথমিক আলোচনা ছাড়া তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.