আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। রোববার রাজধানীতে পা রাখার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। নতুন মৌসুমে দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতারের যুক্ত হওয়াকে ঢাকা ক্যাপিটালসের জন্য একটি বড় সংযোজন হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নতুন আসরে দলকে আরও শক্তিশালী ও শৃঙ্খলিত করতে অভিজ্ঞ এই পেসারের পরামর্শ ও দিকনির্দেশনার ওপর ভরসা রাখছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে শোয়েব আখতারের। তার জয়ের মানসিকতা, নেতৃত্বগুণ এবং তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করার ক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মাঠের ভেতরে ও বাইরে খেলোয়াড়দের কৌশলগত দিকনির্দেশনা দেবেন তিনি।
ঢাকা ক্যাপিটালস ও তাদের সহযোগী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি শোয়েব আখতারের মেন্টরশিপে আসন্ন মৌসুম নিয়ে আশাবাদী। তাদের প্রত্যাশা, তার অভিজ্ঞতায় দল একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ বিপিএল উপহার দেবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। পরদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালস।

