Home » বিএডিসির পানি ব্যবহারকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

বিএডিসির পানি ব্যবহারকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 49 ভিউ
Print Friendly, PDF & Email

বিএডিসি (বাংলাদেশে ক্ষুদ্রসেচ) কর্তৃক বাস্তবায়িত পানি ব্যবহারকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধির উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বিএডিসি মেহেরপুর জোন (ক্ষুদ্রসেচ) এর সহকারী পরিচালক সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম

দিনব্যাপী এই কর্মশালায় মেহেরপুর জোনের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে পানি ব্যবহারকারী গ্রুপের কার্যক্রম ও ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং গ্রুপগুলোর সমন্বয় ও কার্যকারিতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উক্ত কর্মশালা ব্যবহারকারী গ্রুপের সক্ষমতা বাড়াতে এবং স্থানীয় সেচ ব্যবস্থাপনায় তাদের অংশগ্রহণ আরও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.