Home » ফররুখ আহমেদ পেলেন জাতীয় ‘লং সার্ভিস ডেকোরেশন’ অ্যাওয়ার্ড

ফররুখ আহমেদ পেলেন জাতীয় ‘লং সার্ভিস ডেকোরেশন’ অ্যাওয়ার্ড

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 48 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর জেলা রোভার স্কাউটের ডিস্ট্রিক্ট রোভার স্কাউট লিডার (ডিআরএসএল) এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফররুখ আহমেদ (উডব্যাজার) বাংলাদেশ স্কাউট কর্তৃক জাতীয় পর্যায়ের সম্মানসূচক ‘লং সার্ভিস ডেকোরেশন’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

এর আগে তিনি বাংলাদেশ স্কাউটের ‘মেডেল অব মেরিট’ অর্জন করেছেন এবং খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার সম্পাদক হিসেবে গৌরব লাভ করেন।

প্রায় ২৩ বছর ধরে স্কাউট আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ফররুখ আহমেদ জেলা রোভার স্কাউটের সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার এই বিশেষ সম্মাননায় শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউটস সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ফররুখ আহমেদ বলেন, “স্কাউট আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার এই দীর্ঘ যাত্রা আমাকে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ শেখিয়েছে। এই জাতীয় সম্মাননা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.