Home » ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে দুজনের তিন দিনের রিমান্ড

ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে দুজনের তিন দিনের রিমান্ড

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 39 ভিউ
Print Friendly, PDF & Email

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিম (২২)। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম প্রত্যক্ষভাবে প্রধান আসামি ফয়সাল করিম এবং তার এক সহযোগীকে সীমান্তপথ ব্যবহার করে ভারতে পালাতে সহায়তা করেছেন। এ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ এবং প্রযুক্তিগত তথ্য পুলিশের হাতে এসেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, সিভিয়ন ডিউ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুয়েল আড়েং-এর ভাগিনা।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় অবস্থানকালে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.