মাত্র ১৬ বছর বয়সেই থেমে গেল সবকিছু। চোখে একরাশ স্বপ্ন আর মনে উদ্যমতা নিয়ে খেলার মাঠে দৌড়ঝাঁপ করা সুস্মিতা আর নেই। সুস্মিতা মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রতিভাবান এই কিশোরী ক্রীড়াবিদ।
পরিবারের দাবি, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। যশোর ও পরে ঢাকায় দীর্ঘ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে মাঠে ফেরা হলো না তার।
সুস্মিতার নানা আব্দুস সালাম বলেন, ‘প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।’
এ ঘটনায় মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে দাফন সম্পন্ন হয়েছে
পূর্ববর্তী পোস্ট