জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক দোষারোপে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় পারস্পরিক বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার আহ্বানে সাড়া দিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি পারস্পরিক আক্রমণ বন্ধে সম্মত হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন তিন দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে দলগুলোর নেতারা হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “এই পরিস্থিতিতে পরস্পরকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জাতির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি, এতে বিরোধীরা সুযোগ পাচ্ছে।” এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “দলগুলোর টানাপোড়েনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।” প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দলগুলো ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। তবে বৈঠকের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি পুরোপুরি থামেনি। ভুয়া ফটোকার্ড ও এআই দিয়ে তৈরি ছবির প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বক্তব্য দেন, যা পরে ফ্যাক্টচেকে মিথ্যা প্রমাণিত হলে তিনি দুঃখ প্রকাশ করেন। এ নিয়ে জামায়াত প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলে। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, হাদির ওপর হামলা একটি ‘সতর্কবার্তা’। এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র কাজ করছে, যার লক্ষ্য নির্বাচন বানচাল করা। তিনি বলেন, “এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে। তাদের উদ্দেশ্য নির্বাচনের সব আয়োজন ভেস্তে দেওয়া।” তিনি দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু কাউকে শত্রু হিসেবে দেখার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনী উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলোর হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ আবার শক্তিশালী হয়েছে। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।” হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছাত্রলীগ-সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর নির্বাচন বানচালে আওয়ামী লীগের ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
পূর্ববর্তী পোস্ট

