সম্প্রতি দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করল বাংলাদেশের নারী ফুটবলার দল। সেই দলের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নীলুফা ইয়াসমিন নীলা। এই ট্রফি জয়ের পেছনের এক গল্প জানিয়েছে সাফজয়ী এই ফুটবলার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবকিছুর মতোই থমকে যায় ইতিহাস বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেপ্টেম্বর মাসের শেষ দিকে পরীক্ষায় ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। কিন্তু হঠাৎ পরীক্ষার সিদ্ধান্ত হওয়ায় এবং সময় কম হওয়ায় শিক্ষার্থীদের অনুরোধে পরীক্ষা পিছিয়ে ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়। আর একই সময়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য নেপালে যেতে হতো নীলাকে।
একদিকে প্রথম বর্ষের শেষ ফাইনাল পরীক্ষা, অন্যদিকে দেশের হয়ে ফুটবলের মাঠে লড়াই। পরীক্ষা বাদ দিয়ে শেষ পর্যন্ত গেলেন সাফ জয়ে এবং দেশপ্রেমে উজ্জ্বীবিত নীলা ফিরলেন জয়ী হয়ে।
তিনি জানান সে সময় তার অনুভূতির কথা। নীলা বলেন, আমি বেশ দ্বিধা-দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। পরীক্ষা নাকি খেলা —কোনটাকে এগিয়ে রাখব। আমার জন্য দুটোই খুব বেশি জরুরি ছিল। আমার অবস্থা বিবেচনা করে আমার বন্ধুরা ডিপার্টমেন্টে ফের অনুরোধ করে যেন নভেম্বরে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়। কিন্তু ইতোমধ্যে একবার পরীক্ষাটা পেছানো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো কেন্দ্রীয় পরীক্ষা কমিটির এখতিয়ারভুক্ত হওয়ায় তা আর পেছানো সম্ভব হয়নি।
নীলা আরও বলেন, অনেক চিন্তাভাবনার পর আমি বেছে নিয়েছি আমার ফুটবলের লড়াইকে। শেষ পর্যন্ত আমার এই ত্যাগ বৃথা যায়নি। বন্ধুদের আশাও আমি বিফল করে দিইনি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।