Home » পদ্মার ভাঙনে উদয়নগর বিওপি নদীগর্ভে, সীমান্ত সুরক্ষা অব্যাহত

পদ্মার ভাঙনে উদয়নগর বিওপি নদীগর্ভে, সীমান্ত সুরক্ষা অব্যাহত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

 পদ্মা নদীর প্রবল স্রোতে কুষ্টিয়ার উদয়নগর বর্ডার আউটপোস্ট (বিওপি) নদীগর্ভে বিলীন হয়ে গেলেও সীমান্ত সুরক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করেছে।

বিজিবি সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে উদয়নগর বিওপির দুই-তৃতীয়াংশ নদীগর্ভে বিলীন হয়। পরবর্তী ১৫ সেপ্টেম্বর সকালেও অবশিষ্ট অংশ নদীতে তলিয়ে যায়। তবে পূর্বাভাস অনুযায়ী সদর দপ্তরের নির্দেশে ১৩ থেকে ১৫ আগস্টের মধ্যে স্থানান্তরযোগ্য সব সরঞ্জাম চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর ভোরে অস্ত্র, গোলাবারুদ, নথি, যানবাহন ও জনবলসহ বাকি সরঞ্জাম নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে নিরাপদে স্থানান্তর করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, “প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু দায়িত্ব পালনের অঙ্গীকার দুর্বল করতে পারবে না। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জনগণের স্বার্থ রক্ষায় বিজিবি আগের মতোই নিরলসভাবে কাজ করবে।”

বিজিবি ইতোমধ্যেই সীমান্ত এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল কার্যক্রম জোরদার করেছে। স্পিডবোট, বড় ইঞ্জিনচালিত নৌকা ও রেসকিউ বোট ব্যবহার করে টহল অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি উদয়নগর বিওপির কাছাকাছি নতুন ও উপযুক্ত স্থানে বিকল্প বিওপি নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.