চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে দুই পরিবারের নিহত সদস্যদের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত মিন্টা মিয়া ও হামজা আলীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গেলে প্রতিপক্ষের হামলায় দুই ভাই মিন্টা মিয়া ও হামজা আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে হামজা মারা যান এবং কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর মিন্টাও মৃত্যুবরণ করেন।