Home » নির্বাচনি দায়িত্বে দক্ষতা বাড়াতে মেহেরপুরে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

নির্বাচনি দায়িত্বে দক্ষতা বাড়াতে মেহেরপুরে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 34 ভিউ
Print Friendly, PDF & Email

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৫ অক্টোবর ২০২৫) সকালে মেহেরপুর পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মেহেরপুরসহ প্রশিক্ষকবৃন্দ।

পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালায় মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট থেকে কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জনসেবার মানসিকতা বজায় রাখা পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব। এই প্রশিক্ষণ সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্বাচনি আইন, নৈতিকতা, মানবাধিকার, সংঘাত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কৌশল বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.