Home » নাইজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

নাইজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 30 ভিউ
Print Friendly, PDF & Email

 

চিলি থেকে: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা দেখাল দাপট। বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে লাতিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ২০১১ সালের পর প্রথমবারের মতো যুবাদের বিশ্বকাপের শেষ আটে পৌঁছালো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলেহো সারকোর গোলের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যান। ২৩ মিনিটে মাহের কারিজো ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে কারিজো নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন। এরপর ৬৬ মিনিটে বদলি হিসেবে নামা মাতেও সিলভেত্তি চতুর্থ ও শেষ গোলটি করেন। এই দাপুটে জয়ে ২০২৩ সালের হারের প্রতিশোধও নেওয়া হলো আর্জেন্টিনার।

দিনের অন্যান্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে নরওয়ে এবং জাপানকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স।

আগামী ১২ অক্টোবর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী মেক্সিকোর সাথে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.