Home »  নতুন সং‌বিধানের আলো‌কে নির্বাচন হ‌তে হ‌বে –  যুগ্ম-মূখ্য সমন্বয়ক শাকিল আহমেদ

 নতুন সং‌বিধানের আলো‌কে নির্বাচন হ‌তে হ‌বে –  যুগ্ম-মূখ্য সমন্বয়ক শাকিল আহমেদ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 35 ভিউ
Print Friendly, PDF & Email

দেশে নির্বাচনী হওয়া বইছে কিন্তু এই সরকার একটি দলের পক্ষে পক্ষপাতীত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ। মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। এছাড়া শাপলাকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোন আইনি বাধা নাই কিন্তু এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। শাপলা না পাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।

অনুষ্ঠানের “কেমন মেহেরপুর চাই” শীর্ষক বিষয়ে নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা,সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্প সহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে ১৩ দফায় উল্লেখ করা হয়। অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এন সিপির সদস্য তামিম ইসলাম সহ দলটির জেলা নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.