Home » নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে: শফিকুর রহমান

নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ জবাব দেবে: শফিকুর রহমান

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 45 ভিউ
Print Friendly, PDF & Email

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকাল পাঁচটার দিকে ঢামেক হাসপাতালে আহত হাদিকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না—জনগণের কাছ থেকে যথাযথ জবাব পাবেন।” ডা. শফিকুর রহমান বলেন, জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে এবং কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “বাংলাদেশের মাটি কারও বাপ-দাদার জমিদারি নয়—এটা ১৮ কোটি মানুষের সম্পদ।” হামলার নিন্দা জানিয়ে তিনি হুকুম দেন, হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। সরকারের প্রতি তিনি সতর্ক করে বলেন, “কোনো ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না। সরকার যেন তৎপর হয়ে নিজেদের দায়িত্ব পালন করে।” তিনি জানান, চিকিৎসক, আহত হাদির ভাই ও বোনের সঙ্গে তার কথা হয়েছে। হাদির বর্তমান অবস্থার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সে এখন জীবন-মৃত্যুর মাঝখানে আছে।”
আহত নেতার সুস্থতা কামনা করে জামায়াত আমির বলেন, “আমরা হাদির সুস্থতা কামনা করছি। সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারে—এমন কামনা করছি আল্লাহর দরবারে।” তিনি শেষ করেন, “যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে—আমরা তাদের তীব্র নিন্দা জানাই। জাতি কোনো গুলিকে সহ্য করবে না। ইনশাআল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না।”



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.