মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে তারেক রহমানের ৩১দফা বিতরণ করে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চেয়েছেন শিক্ষক নেতা জাকির হোসেন। শুক্রুবার বিকালে ফতেপুর গ্রামের পাড়া মহল্লায় তিনি এয় গণসংযোগ করেন। এসময় জাকির হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছর শাসনকালে শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। তবে ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন বাংলাদেশের মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মেহেরপুরকে সুখী ও সমৃদ্ধ করা সম্ভব। সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিলে আমরা ইনশাআল্লাহ এই লক্ষ্যে পৌঁছাতে পারব।”
জাকির হোসেন জানান, “জনগণের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন জননেতা তারেক রহমান। জনগণ যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, সেই নেতা জয়ী হবেন।”
মেহেরপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “মেহেরপুর একটি অনুন্নত জনপদ। এখানে কার্যকর উন্নয়ন করতে হলে বেকারত্ব দূর করতে হবে এবং কর্মমুখী উদ্যোগ গড়ে তুলতে হবে।” সংযোগ সভায় স্থানীয়রা সরাসরি জাকির হোসেনের বক্তব্য শুনে তাকে সমর্থনের প্রতিশ্রুতি দেন।
জাকির হোসেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব এবং ২০১৮ সালে বিএনপির মেহেরপুর ১ আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন।