বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যাক্তিগতভাবে মুঠোফোনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনীতে আমজাদ হোসেনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সকালে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মীরা দেখা করতে আসে মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনের দলীয় কার্যালয়ে।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশামুলক বক্তব্যে বলেন, বিএনপির ধানের শীষের পক্ষে ভোটের মাঠ রেডী আছে শুধু দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে সেজন্য সবাইকে কাজ করতে হবে। ২০০৮ সালে দলের নেতাকর্মীদের ভালবাসায় আমি সংসদ সদস্য হয়েছিলাম আবারও দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে আমি আপনাদের ভালবাসায় আবারও নির্বাচিত হতে পারবো। বিগত আওয়ামীলীগের সময়ে নির্যাতন, নিপীড়ন ও মামলা হামলা ও জেল জুলেমের কথা উল্লেখ করে বলেন দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন আগামীতেও সবসময় নেতাকর্মীদের পাশে থাকবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমি দলের জন্য কাজ করছি, দল আমাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেছেন। নেতাকর্মীরা আমাকে ভালবাসে তাদের কোন পদ পদবী দেয়া হয়নি তারপরও তারা আমার পক্ষে বা ধানের শীষের পক্ষে সবসময় আছে, ভবিষ্যতে ও থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে দলকে সুসংগঠিত ও আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করার নির্দেশনা দিয়েছেন। দলের অন্য কারো সাথে কথা বলেছেন কিনা আমি জানিনা। আমি আপনাদের কথা দিতে পারি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি ১০০ ভাগ আশাবাদী দলকে মেহেরপুর-২ (গাংনী) আসনটি উপহার দিতে পারবো যদি ১০০ এর উপরে কোন পার্সেন্টেজ থাকে আমি সেটাতে আশাবাদি।
এ সময় উপস্থিত ছিলেন জেলার বিএনপির সাবেক সহসভাপতি উপাধ্যক্ষ নাসিরুদ্দিন, আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ দলের পক্ষে কাজ করার লক্ষে তাদের মতামত ব্যাক্ত করেন।