মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণকারী হিটুসহ সারাদেশের সকল নরপশু ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাটারফ্লাই মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
মানবন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতা রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিদ সরকারকে বিদায় করে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন এলাকায় আমাদের মা-বোনদের ইজ্জতহানী করছে মানুষ নামে কিছু নরপশু এমনকি তাদের হাত থেকে আজ শিশুরাও নিরাপদ নয়।দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অত্যাচারের ঘটনা আশংকাজনহারে বেড়েই চলছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি শিশু আছিয়ার ধর্ষণকারী হিটুকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করে যেন একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়। এছাড়াও সারাদেশে সকল নরপশু ধর্ষকদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহামুদ হাসান বাপ্পি, জেলা নাগরিক ঐক্যের সদস্য স্বপন মাহামুদ,ইমরান আহমেদ,জুয়েল প্রামানিক, প্রিন্স মাহামুদ, কুষ্টিয়া সদর উপজেলা নাগরিক ঐক্যের সদস্য আজিবর রহমান, কুষ্টিয়া জেলা যুব ঐক্যের সদস্য সবুজ আহমেদ।
এছাড়াও নাগরিক ঐক্যের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।