মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন দারিয়াপুর বাজারে মেহেরপুর-৭৩ আসনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এর গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আয়োজন করা হয়।
সভায় দারিয়াপুর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হালিম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজউদ্দিন খান, তিনি বলেন, “মানুষের কল্যাণ, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমরা উন্নত ও সুশাসনভিত্তিক সমাজ গড়তে সক্ষম হব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী বায়তুল মাল সেক্রেটারি জারজিস হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, মুজিবনগর উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম, মুজিবনগর উপজেলা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান। এছাড়াও অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সভায় উন্নয়নমূলক কর্মকাণ্ড, ন্যায় ও সুশাসন ভিত্তিক সমাজ গঠনের জন্য জনসাধারণের সহযোগিতা আহ্বান জানানো হয়।

