দামুড়হুদায় তিন ডিম বিক্রেতার জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় ও বড়বাজার নিচের বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী নিয়ম ভঙ্গের অভিযোগে তিনটি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ঈদগাহ মোড় এলাকায় আব্দুর রহমানের মালিকানাধীন মেসার্স আব্দুর রহমান ডিম ঘরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বড়বাজারে মো. আসলাম উদ্দিনের মেসার্স তৌহিদ ডিম ঘর ও মো. আতিয়ার রহমানের মেসার্স পাপলু ডিম ঘরকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ সময় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় দ্রুত মূল্য তালিকা হালনাগাদ ও প্রদর্শন, ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পোস্ট