Home » দর্শনার আড়িয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, হাসপাতালে মৃত্যু

দর্শনার আড়িয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, হাসপাতালে মৃত্যু

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 49 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

দর্শনা থানার  আড়িয়ার চক গ্রামে সাপের কামড়ে  চিকিৎরত অবস্থায় হাসপাতালে  এক মহিলার মৃত্যু  হয়েছে।

তিনি দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী সাজেদা বেগম (৪৫) । সোমবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের স্বামী আহসান আলী  বলেন, সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় যে কোন সময় একটি সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। পরে ব্যাথায় ছটফট করলে সাপটি মেরে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। বেলা ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম  বলেন, রাতের যে কোন সময় সাপের কামড়ে আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।

 

 

 

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন