Home » দক্ষিণ কোরিয়াকে ৫-0 গোলে উড়ালো ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে ৫-0 গোলে উড়ালো ব্রাজিল

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 20 ভিউ
Print Friendly, PDF & Email

কার্লো আনচেলত্তির অধীনে দুঃসময় কাটিয়ে ওঠা ব্রাজিল আরও একবার ছন্দময় ফুটবল উপহার দিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের মাঠে ৫-০ গোলে বিশাল জয় নিশ্চিত করলো ‘মেন ইন ইয়েলো’।

ম্যাচ শুরু থেকেই দলটি দাপট দেখায়। ১৩ মিনিটে ব্রুনো গুমারেসের থ্রো বল থেকে এস্তেভাও প্রথম গোল করেন। প্রথমার্ধে দুর্দান্ত খেলার মধ্যে রদ্রিগো ৪১ মিনিটে কাসেমিরোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন।

দক্ষিণ কোরিয়া কিছুটা বল দখল করার চেষ্টা করলেও ব্রাজিলের কড়া প্রেসিংয়ে দাঁড়াতে পারছিল না। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই এস্তেভাও তার দ্বিতীয় গোল করেন (৪৭ মিনিট), যা কোরিয়ার রক্ষণভাগের বড় ভুল থেকে আসে। কেবল দুই মিনিটের ব্যবধানে রদ্রিগো তার দ্বিতীয় গোলের জন্য দারুণ দলীয় সমন্বয় দেখান, যেখানে কাসেমিরো ও ভিনিসিয়ুসের অবদান গুরুত্বপূর্ণ।

৭৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র তার প্রাপ্য গোলটি পান, যখন কোরিয়া পুরো দল সামনের দিকে তোলার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত ম্যাচের একতরফা প্রভাবেই থেমে যায়।

ব্রাজিলের এই ৫-০ গোলের জয়ে আনচেলত্তির দল দেখালো তারা আবারও বিশ্বমানের ফুটবল খেলার ক্ষমতা রাখে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.