Home » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাংনীতে সড়ক প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাংনীতে সড়ক প্রচারণা শুরু

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 78 ভিউ
Print Friendly, PDF & Email

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সড়ক প্রচার প্রচারণা শুরু হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারী) বিকেলে গাংনী উপজেলার বামন্দী, বেতবাড়িয়া ও কাজিপুর এলাকায় এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় জেলা তথ্য অফিসের উদ্যোগে পরিচালিত এ প্রচার কার্যক্রম মনিটরিং করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি মেনে জনগণকে ভোটমুখী করতেই এ ধরনের সড়ক প্রচারণা পরিচালনা করা হচ্ছে।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের আগ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

 



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.