Home » তিনদিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী

তিনদিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী

কর্তৃক 2IBDzttKyWmime
সূর্যোদয় প্রতিনিধি 48 ভিউ
Print Friendly, PDF & Email

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলালীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে রিমান্ডের আদেশ দেন বিচারক বেগম শারমিন নাহার।

মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর জানান, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামানের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি হিসেবে রোববার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করা হয় মোনালিসা ইসলামকে। ওই মামলার আসামি হিসেবে তাকে আজ দুপুরে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

একইসঙ্গে সন্ত্রাসবিরোধী আইনে পলি খাতুন নামে এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতারের আবেদন করলে আদালত তাকে তিনদিনের রিমান্ড এবং ওই মামলায় গ্রেফতারের আদেশ দেন। আদালতের আদেশে মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দু’এক দিনের মধ্যে রিমান্ডের জন্য তাকে সদর থানায় নেওয়া হবে বলে জানান তিনি।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.