আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণের লক্ষ্যে মেহেরপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর গোলাম ফারুক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হোক। যদি এই দফাগুলো বাস্তবায়িত হয়, বাংলাদেশ হবে সত্যিকারের সোনার বাংলাদেশ।” তিনি আরও বলেন, “যারা অবৈধ অর্থ বহন করে, টেন্ডারবাজি করে — তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”
অ্যাডভোকেট কামরুল হাসান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের ঐক্যই হবে আন্দোলনের মূল শক্তি। মেহেরপুর-১ ও ২ আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিতে হবে।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনসার উল হক, আলমগীর খান ছাতু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ নাসিম, এ. কে. এম. খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
মেহেরপুরে বিএনপির জনসভা ঐক্যবদ্ধ থাকার ডাক
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততার আহ্বান
পূর্ববর্তী পোস্ট

