Home » ডিসি ইকো পার্কের অনিয়মের সন্ধানে দুদুক

আমাদের সূর্যোদয়ে সংবাদ প্রকাশের পর

ডিসি ইকো পার্কের অনিয়মের সন্ধানে দুদুক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 4 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুরের গাংনী উপজেলার ডিসি ইকো পার্কে মাটি কেটে ভরাটসহ একাধিক অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া দুদকের উপ-পরিচালক বিজয় কুমার রায়ের নেতৃত্বে পিআইও অফিসে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় উপস্থিত ছিলেন না উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমান। পিআইও মনসুর রহমানের যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের টিআর ও কাবিখা খাত থেকে বরাদ্দ পাওয়া ডিসি ইকো পার্কের পাঁচটি প্রকল্পে সাড়ে ২৪ লাখ টাকার লুটপাটের অভিযোগ আমোদের সূর্যোদয় সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। অভিযোগে বলা হয়েছে, প্রকল্প মেয়াদ শেষ হলেও অধিকাংশ কাজ সম্পন্ন হয়নি। তবু কাগজে-কলমে পূর্ণাঙ্গ কাজ দেখিয়ে বরাদ্দের টাকা উত্তোলন করা হয়েছে। বরাদ্দকৃত কাজের মধ্যে ছিল শিশু পার্কে রাইড স্থাপন, পার্ক ফেন্সিং, ওয়াশরুম সংস্কার, পিকনিক সেড নির্মাণ, দোকান সেড নির্মাণ, পার্ক থেকে বধ্যভূমি পর্যন্ত রাস্তা উন্নয়ন, প্রধান গেট নির্মাণ ও মাটি ভরাট। স্থানীয়রা অভিযোগ করেছেন, শিশুদের রাইড অচল হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে, পিকনিক সেড নির্মাণ হয়নি, ওয়াশরুমের অবস্থা নাজুক। সবচেয়ে বড় অনিয়ম হয়েছে মাটি ভরাটে। শর্ত ছিল বাইরে থেকে মাটি কিনে ভরাট করার, কিন্তু পার্কের সামনের বধ্যভূমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে এনে ভরাট করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। তারা বলেন, সরকারি অর্থে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলেও পিআইওর অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে জনগণ সুফল পাচ্ছে না। অভিযান শেষে দুদক কর্মকর্তা বিজয় কুমার রায় সাংবাদিকদের বলেন, “অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” সচেতন মহল মনে করছে, এই অভিযানের মধ্য দিয়ে গাংনী উপজেলা পিআইও অফিসের দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির চিত্র উন্মোচিত হবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.