Home » ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও ১০ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও ১০ বাংলাদেশি আটক

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 28 ভিউ
Print Friendly, PDF & Email

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় আটক করা হয়েছে ১০ বাংলাদেশিকে।

শনিবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে আজ শনিবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনাথপুর সীমান্ত থেকে ১৯০টি ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, রাত সাড়ে ৮টার দিকে নিমতলা সীমান্ত থেকে ৩৮ বোতল ফেনসিডিল এবং রাত সাড়ে ১১টার দিকে উথলী সীমান্ত থেকে আরও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ শনিবার ভোররাত পৌনে ৪টার দিকে বেনীপুর সীমান্ত থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

এছাড়া আজ ভোর পৌনে ৫টার দিকে খোসালপুর সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক করা হয় ১০ জন বাংলাদেশিকে। তাঁদের মধ্যে চারজন নারী ও পাঁচজন শিশু। আরেকজন পুরুষের নাম জানা গেছে— মিন্টু মোল্যা (৪৩), তিনি খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.