Home » ঝিনাইদহের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

ঝিনাইদহের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 26 ভিউ
Print Friendly, PDF & Email

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ঝিনাইদহের কালীগঞ্জে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই সম্প্রীতি সভায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
রবিবার সকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে কালীবাড়ী পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা, তাপস বিশ^াস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি তিথী রানী, সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারীসহ বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, স্বাধীন বাংলাদেশে সকল মানুষের সমান অধিকার আছে। কে কোন ধর্মের এটা না দেখে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। মুসলিমদের যেমন স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের। আসন্ন দূর্গা পূজা নির্বিঘ্ন করতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.