মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ভেজাল ফেবিকল আঠা বিক্রি এবং বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর হোটেল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে হোটেল বাজার এলাকায় মেসাস মতিন হার্ডওয়ার তদারকিতে বেশি মূল্যে পণ্য বিক্রি করা সহ ভেজাল ফেবিকল আঠা বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: আব্দুল মতিনের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানের সহযোগিতা করেন পুলিশের একটি দল।