Home » জুলাই সনদ কার্যকর করতে হবে, নির্বাচন কমিশন সংস্কার জরুরি: সরোয়ার তুষার

জুলাই সনদ কার্যকর করতে হবে, নির্বাচন কমিশন সংস্কার জরুরি: সরোয়ার তুষার

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 12 ভিউ
Print Friendly, PDF & Email

জুলাই সনদ কার্যকর করতে হবে, নির্বাচন কমিশন সংস্কার জরুরি: সরোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ কার্যকর করা বাধ্যতামূলক, নাহলে আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত সংস্কার করতে হবে, অন্যথায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। গতকাল রোববার (৩১ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা ও উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার তুষার। তিনি আরও বলেন, বর্তমানে যে ভুল হয়েছে, তা ভবিষ্যতে আর হবে না। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা না মেনে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও একটি গণঅভ্যুত্থান ঘটতে পারে। নির্বাচনের আগে সংস্কার না হলে, সব রাজনৈতিক দলের মধ্যে যে বিষয়গুলোতে একমত হয়েছে, সেগুলোও ভেস্তে যাবে। সংশ্লিষ্ট প্রসঙ্গে সরোয়ার তুষার বলেন, “জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন করবে না। সরকারের কাছে দিলে তা শিয়ালের কাছে মুরগি ধার দেওয়ার সমান। তাই নির্বাচন পূর্বে সনদ কার্যকর করা আবশ্যক।” ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তুষার বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা উচিত। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক করতে পারেনি সরকার। তাই সেনাবাহিনী এখন ব্যারাকে ফিরে যাক, প্রয়োজনে নির্বাচনের সময় আবারও মাঠে নামানো হোক।” নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রসঙ্গে সরোয়ার তুষার প্রশ্ন তুলেছেন, “কীভাবে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে হবে, তা এখনও আলোচনার টেবিলে। অথচ প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই রোডম্যাপ ঘোষণা করেছেন। এই কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়।” এছাড়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সমস্যা হলেই ড. ইউনূস সব রাজনৈতিক দলকে ডেকে পাঠান। এই নাটক বন্ধ করতে হবে। সরকার জানে না তারা সরকার। কোনো ঘটনা ঘটলে প্রতিবাদ জানায়, কিন্তু পদক্ষেপ গ্রহণ করে না।” সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহম্মেদ ও কেন্দ্রীয় সদস্য সোহেল রানা।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.