Home » জীবননগর সীমান্তে ভারতীয় বোনের মরদেহ, ভাইকে দেখানোর পর ভারতে ফেরত

জীবননগর সীমান্তে ভারতীয় বোনের মরদেহ, ভাইকে দেখানোর পর ভারতে ফেরত

কর্তৃক আবুল কাসেম অনুরাগী
সূর্যোদয় প্রতিবেদক 152 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভাইকে দেখানোর জন্য ভারত থেকে এলো বোনের মরদেহ,দেখানোর পর ভারতে ফেরত গেল।

মঙ্গলবার  দুপুর ১২টায়  ৫৮-বিজিবি ও ৫৪-বিএসএফের তত্ত্বাবধানে সীমান্ত পিলার ৬৮/১২-টি থেকে ভারতের ১০০ গজ ভেতরে বোনের মরদেহ স্বজনদের দেখানো  জন্য চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী ভারতে বসবাসরত সরুক জানের (৬০) মরদেহ সীমান্তে আনা হয়। পরে মরদেহ ভাই-বোনসহ আত্মীয় স্বজনদের দেখা সুযোগ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

উল্লেখ , জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর সীমান্তবর্তী ভারতের বাগানপাড়ায় বসবাস করতো আজিবারের স্ত্রী সরুকজান (৬০)। বাধক্যজনিত কারণে মঙ্গলবার ভোরে মারা যান। মৃত্যুর খবর পেয়ে স্বজনরা লাশ দেখতে বিজিবির কাছে আবেদন করে। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে সাড়া পেলে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। পরে লাশ দাফনের উদ্দেশে ভারতে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশী স্বজনরা তাদের নিজ বাড়িতে ফিরে যায়।

 

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.