Home » জীবননগর উথলীতে গরু বিক্রির দ্বন্দ্বে আপন দুই ভাই নিহত

জীবননগর উথলীতে গরু বিক্রির দ্বন্দ্বে আপন দুই ভাই নিহত

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 49 ভিউ
Print Friendly, PDF & Email

 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে গরু বিক্রি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল প্রায় ১০টার দিকে উথলী গ্রামের রেললাইনের ৭২ নম্বর ব্রিজের পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ওরফে মিন্টো (৫৫) ও হামজা (৪৫)।

স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে গরু বিক্রি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। শনিবার সকালে সেই বিরোধের জের ধরে প্রতিবেশী পক্ষের লোকজন হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং পরে আনোয়ার মারা যান। এরিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি পুলিশ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছিল। একজন হাসপাতালে আসার আগেই এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, গরু কেনাবেচা নিয়ে আগের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ মর্গে রাখা আছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

০ কমেন্ট

রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.